শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বিকালে নওয়াপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শেখ সাইফার রহমান, পৌর কাউন্সিলর আলহাজ¦ জাহাঙ্গীর বিশ্বাস, রিজাউল ইসলাম ফারাজী, বিপুল শেখ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ