একাত্তর ডেস্ক: বুধবার সংসদ ভবনে শফত গ্রহণের পর মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন যশোর ৬ কেশবপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম।

এর আগে তিনি প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এবং জাহাঙ্গীর কবির নানকসহ শেখ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খন্দকার আজিজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদে সব থেকে কম বয়সি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কেশবপুর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং বিপুল ভোটে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিদায়ী এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম গতবছর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় টিকিট চেয়ে মনোনয়ন জমা দেন। কিন্তু দলীয় টিকিট না পাওয়ায় তিনি জেলা পরিষদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচন করেন।


