শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেপ্তার

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি সহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) ভোররাতে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেনের নের্তৃত্বে সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আযম, এসআই মিজানুর রহমান ও এএসআই ইব্রাহিম রাসেল সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের শেখ মহব্বত আলীর ছেলে ইশার আলী, একই গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে শফিকুল ইসলাম এবং নওয়াপাড়া গ্রামের এজাহার মুন্সীর ছেলে আলমগীর হোসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ