নিজস্ব প্রতিবেদক: যশোরে এসপি প্রলয় জোয়ারদার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। সোমবার খুলনায় অনুষ্ঠিত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় তাঁকে এই সম্মানে ভুষিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম।
সভায় গত নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
গত নভেম্বর মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোরের পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।
এছাড়াও জেলার আরও ৭ পুলিশ কর্মকর্তা ও একজন গ্ৰাম পুলিশ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-
সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, নিশাত আল নাহিয়ান, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা,মোঃ আব্দুর রাজ্জাক,জেলা গোয়েন্দা শাখার এসআই রাজেশ কুমার দাশ,অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল জুয়েল ইমরান,এসআই(নিরস্ত্র)/ মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, (বিশেষ ক্যাটাগরিতে)এএস আই মিয়া তৌহিদুল ইসলাম, কোতয়ালী মডেল থানা এবং নরেন্দ্রপুর ইউনিয়নের গ্ৰাম পুলিশ আব্দুর রহমান।
সভায় ডিআইজি মঈনুল হক উপস্থিত সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন, আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠকসহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, খুলনা রেঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্ট বৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার প্রতিনিধি।

