এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজ, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, আখতারুজ্জামান তারু, বিথীকা রানী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাঘারপাড়ায় নির্বাচন সমন্বয়কারী মঈনুর জহুর মুকুল, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, মহিলা সম্পাদক লায়লা খাতুন, প্রচার সম্পাদক শাহ আব্দুল মুকিত জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক শফিক কামাল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হায়াত রহমান, বাঘারপাড়া ছাত্রলীগের সভাপতি বাইজিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রমুখ।
সংবর্ধিত অতিথি সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, বাঘারপাড়াবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।