কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুরের বিভিন্ন ইউনিয়ের রাস্তা- ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে । পলি জমে যেসব এলাকায় খাল- বিলে জলাবদ্ধতা হয়ে রয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।
আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যোকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না।
কেশবপুরের মজিদপুর ইউনিয়নের শ্রীফলা বাজারের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন , মুফতি রেজোয়ান রফিকি, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ
এদিন সন্ধ্যায় তিনি বিদ্যানন্দকাটি ইউনিয়নের জলাবদ্ধ হয়ে পড়া হিজলডাঙ্গা কাদার বিল পরিদর্শন করে জলাবদ্ধতা দুরীকরনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

