শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

আরো খবর

নড়াইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জানুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ, যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব ঘটনায় দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা প্রশ্ন করে বলেন, নির্বাচন আসলেই আমাদের ওপর, আমাদের মা-বোনদের উপর নির্যাতন চলে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, আর কত দিন এ ধরনের নির্যাতন চলবে।

আরো পড়ুন

সর্বশেষ