শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শার যাবজ্জীবন সজাপ্রাপ্ত মাদকসম্রাট ঢাকা থেকে আটক

আরো খবর

 শার্শা প্রতিনিধি:ঢাকার একটি মাদক মামলার রায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যশোরের শার্শা উপজেলা মাদক ব্যবসায়ী আব্দুর ওহাবকে গত ২১ জানুয়ারি ঢাকার সাভার থেকে যৌথ অভিযানে হেমায়েতপুর থেকে আটক করেছে র‍্যাব-৬, যশোর ও র‌্যাব-৪, সাভার ক্যাম্পের সদস্যরা।আটক আব্দুর ওহাব (৫৮)যশোরের শার্শা উপজেলার নাভারন রেলবাজার এলাকার মৃত বরকত উল্লার ছেলে।

  র‍্যাব-৬, যশোর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,ঢাকার রমনা থানার একটি মাদক মামলায় (নং ৬১ (৭)২০১২,) মাদকদ্রব্য আইনের ১৯(১) এর ৩ (খ) মামলার আসামী আব্দুর ওহাব (৫৮) এর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী আব্দুর ওহাব (৫৮) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ২০২০ সালের ২২ জানুয়ারি আসামীকে যাবজ্জীবন কারাদন্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

 তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র‌্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটকের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ২১/০১/২০২৪ গভীর রাতে র‌্যাব-৬, যশোর ও র‌্যাব-৪, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আব্দুর ওহাবকে আটক করে।

উক্ত আসামির কাছ থেকে ২০১২ সালের ১২ জুলাই  বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ঢাকার রমনা থানা এলাকা  থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আটক করে।  পরবর্তীতে তার বিরুদ্ধে রমনা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায়  আসামী প্রায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত  জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।

তার বিরুদ্ধে ঢাকার বাডডা ও আদাবর থানার ২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ