শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বয়:সন্ধিকালীন স্বাস্থ্যশিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যশিক্ষা, স্যানিটারি প্যাড বিতরণ ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল জেলার কৈশোর বান্ধব উদ্ভাবনী প্রকল্পের আওতায় সোমবার নড়াইল সরকারি মহিলা কলেজে দিনব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আওতায় নড়াইল সরকারি মহিলা কলেজের ৪ (চার) শত শিক্ষার্থীর মাঝে ফ্রি স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং ব্র্যাক ভিশন সেন্টার এর পক্ষ থেকে ফ্রি চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সোস্যাল মার্কেটিং কোম্পানীর কর্মকর্তা শাহীণ আহসান এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ