শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মধুমেলায় দর্শানার্থীদের ঢল

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২শ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির পৈত্রিক বাড়ি কেশবপুরের সাগরদাঁড়ির  কপোতাক্ষের তীরে বসেছে  নয়দিনব্যাপী মধুমেলা। বিনোদনে ভরপুর মেলায় দেখা গেছে দর্শনার্থীর উপচে পড়া ভীড়। যশোরসহ আশে পাশের জেলা থেকে সর্ব শ্রেণির মানুষ দলে দলে মেলায় আসছেন। মেলা উপলক্ষে দুরদুরান্ত থেকে জামাই-মেয়েরাও আসছেন সাগরদাঁড়ির পল্লীতে।

সোমবার মেলার ৪র্থ দিনে মধুমঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।   দুপুর দুই টায় কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবাধনে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে কেশবপুর মাইকেল শিল্পী গোষ্ঠী, কেশবপুর নৃত্যের তালে তালে, কেশবপুর লোকজ একাডেমি, কেশবপুর দক্ষিণ বাংলা বাউল পরিষদ, কেশবপুর বাউল ব্যান্ড। যশোর জেলা সদরের অংগ্রহনকারী সাংস্কৃতিক দল সমুহের মধ্যে শনিবাসরীয় সাহিত্য পরিষদের কবিতা আবৃতি, চারুতীর্থ, উৎকর্ষ-এর সঙ্গীত।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীরা হলো খুলনা শিল্পকলা একাডেমি,রাজবাড়ি শিল্পকলা একাডেমি, অভয়নগরের আজাহার বয়াতি, কেশবপুর নবজাগরণ নাট্য গোষ্ঠী, কেশবপুর শিখরী নটন সম্প্রদায়,  গাজীকুল,চম্পাবতী নাট্য সংস্থা। কমলার বনবাস  অপেরার যাত্রাপালা সুরশ্রী সাংস্কৃতিক সংঘ মাগুরা । সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন কেশবপুর শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু  ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের শেখ শাহিন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও   মধুমেলা উদযাপন কমিটির সদস্যসচিব মোঃ তুহিন হোসেন  সাংবাদিকদের জানিয়েছেন এবছর মধুমেলায় কোনো প্রকার অশ্লীলতার স্থান নেই। তিনি নিজে উপস্থিত থেকে   মধুমেলার সকল আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার জন্য আন্তরিকতার সাথে কাজ করছেন। মেলায় অর্শীলতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারি বলবত রয়েছে।

 

 

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ