নিজস্ব প্রতিবেদক: শৈত্যপ্রবাহের কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাতে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এবং জেলা প্রাথমিক অফিসার পৃথক চিঠিতে এই বন্ধের ঘোষনা দিয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, শৈত্যপ্রবাহের কারণে বিদ্যালয় বন্ধের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক খন্দকার রুহুল আমিন ও যশোর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি। সেখান থেকেও জানিয়েছে মঙ্গলবার একই তাপমাত্রা থাকবে। একারণে বন্ধ থাকবে। পরবর্তী যদি একই ধরনে তাপমাত্রা অব্যাহত থাকে, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
যশোর কনকনে শীত পড়ছে। গত এক সপ্তাহের চেয়ে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো সোমবার (২২ জানুয়ারি) ৯.৮ ডিগ্রি সেলসিয়াস ।

