শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

৫৪ ঘন্টা পর বেনাপোল সীমান্তে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর করল বিএসএফ 

আরো খবর

এম এ রহিম বেনাপোল:যশোরের বেনাপোল ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিন এর লাশ বুধবার ২৪ শে জানুয়ারি  সকাল ১০১৫ মিনিটের সময় ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জামিল আহম্মেদ ও  সহকারী পরিচালক মাসুদ রানার কাছে  হস্তান্তর করেন বিএসএফ।
ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয় ।
বিজিবি  ও স্থানূয়ীরা জানান,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার২৮ এস এর নিকট গাঙ্গুলিয়া পাড়া দিয়ে  সিপাহী রইস উদ্দিন এর লাশ হস্তান্তর করা হয়।
লাশটি এম্বুলেন্স যোগে যশোর ব্যাটালিয়ান সদরে নেওয়া হয়েছে।
উল্লেখ্য গত সোমবার ভোররাতে  বিজিবির সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। দীর্ঘ ৫৪ঘন্টাপর বিজিবিব লাশ হস্তান্তর করেছে বিএসএফ। এসময় সীমান্ত এলাকায় বিজিবিকে রাখা হয় সতর্কতাবস্থায়। বিজিবির লাশ যশের নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে  পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি।

আরো পড়ুন

সর্বশেষ