শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‘মধুপদক’ পাচ্ছেন কবি সুহিতা সুলতানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: এবার ‘মধুপদক’ পাচ্ছেন কবি সুহিতা সুলতানা। প্রতি বছরের মতো এবারও মধুমেলার অন্যতম অনুষঙ্গ সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এমন গুণীজনদের সম্মানজনক ‘মধুপদক’ প্রদান করা হয়। এ বছর “শ্রেষ্ঠ কবিতা” গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি সুহিতা সুলতানা। তিনি যশোরের মেয়ে।

২৫ জানুয়ারি ২০২৪ ইং, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় মেলা প্রাঙ্গনের মধু মঞ্চে অনুষ্ঠেয় “মহাকবি মধুসূদন পদক” প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার,মো: হেলাল মাহমুদ শরীফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মানিত জেলা প্রশাসক, যশোর জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ।কবি সুহিতা সুলতানার ১৯৬৫ সালে ১৯ সেপ্টেম্বর। যশোরের শংকরপুরের শেখ বোরহানউদ্দিন ও সৈয়দ রেবেকা দাম্পতির তিনি দ্বিতীয় মেয়ে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় গ্রন্থগারে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। বাংলা ভাষার পাশাপাশি তিনি নরওয়েজিয়ান, রুশ ও হিন্দি ভাষা চর্চা করেন।

আরো পড়ুন

সর্বশেষ