শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরে ড্রামের পানিতে ডুবে ফারহান নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারহান ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
নিহতের পিতা জিয়াউর রহমান বলেন, বেলা ১২টার দিকে ফারহানকে ঘরে রেখে মা নাসিমা খাতুন বাড়ির পশ্চিম পাশে গরুর গোবর দিয়ে বড়ি (জ্বালানী) তৈরি করতে যায়। কাজ শেষে ঘরে ফিরতে ফারহানকে না পেয়ে খোজাখুজি করে। এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘরের সামনে রাখা পানির ড্রামে ভিতর ফারহানকে দেখতে পান তিনি। মা নাসিমা’র চিৎকারে স্বজনরা এগিয়ে এসে মৃত অবস্থায় শিশু ফারহান উদ্ধার করে। এসময় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় ফারহানের বাড়িতে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশু ফারহানের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ