শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় তিন জুয়াড়ি গ্রেপ্তার

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জুয়া খেলাবস্থায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই গিয়াসউদ্দীন, এসআই মিজানুর রহমান ও এএসআই মো. রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলিয়া গোল্ডস্টার ক্লাবে এ অভিযান চালায়।

এসময় তাসের মাধ্যমে টাকা বেটিংয়ে জুয়া খেলাবস্থায় ঘলঘলিয়া রহিমপুর গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আলমগীর হোসেন (৩২), একই গ্রামের মৃত জামিন মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও মৃত নজর আলী গাজীর ছেলে হযরত আলী গাজী (৫৭) কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এসব জুয়াড়িরা ওই ক্লাবটিতে জুয়ার আসর বসিয়ে আসছিল। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

আরো পড়ুন

সর্বশেষ