কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ এর উদ্যোগে বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩১জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা থেকে কলারোয়া প্রাণী সম্পদ অফিস অডিটোরিয়ামে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় উপস্থিত থেকে খামারিদের প্রশিক্ষণ প্রধান করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) এবং ভিএস সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উপ সহকারী কর্মকর্তা সুদাম নন্দী,উপ সহকারী কর্মকর্তা মজিবুর রহমান,প্রকল্পের মাঠ কর্মী সহ প্রশিক্ষণের ৪০ জন সুবিধাভোগী খামারী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ খামারিদের প্রশিক্ষণে গবাদী পশু পালন করে নিজের চাহিদা পূরণ করে আবার ব্যবসা করা। নিজ উদ্যোগে নিজের ব্যাবসা শুরু করে নিজে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করার উপরে ভিত্তি করে এই বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

