শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হুইপ হিসেবে নড়াইলে প্রথম গার্ড অব অনার গ্রহণ মাশরাফীর

আরো খবর

নড়াইল প্রতিনিধি:হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে প্রথম গার্র্ড অব অনার গ্রহণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে ‘সম্মৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীলসহ প্রশাসনের কর্মাকর্তাগণ। মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

আরো পড়ুন

সর্বশেষ