শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে লক্ষীপাশা চৌরাস্তা বাজারে রাস্তার ওপর ছোট-বড় ১শ’ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অনিমেষ বিশ্বাস বলেন,‘সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।’

আরো পড়ুন

সর্বশেষ