বেনাপোল প্রতিনিধি:ভারতে ৩ থেকে৫ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ২৫ বাংলাদেশী নারী শিশু ও পুরুষ।বুধবার বিকাল সাড়ে৪ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে। এসময় বিজিবি বিএসএফ উপস্থিত ছিলেন। এদের মধ্যে নারী ১২জন পুরুষ ২ জন ও ১১জন শিশু রয়েছে।
ফেরত আসা সোনিয়া জেসমিন রাসেল মোস্তফা সাহানুর সুমাইয়া মিন্টু রুহুল ও সাবিনাসহ ২৫ বাংলাদেশীরা সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট ঢাকা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলার অধিবাসি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান ও বাংলাদেশ জাতীয় মহিলা মানবাধিকার সংগঠনের যশোর প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন ভালো কাজের প্রলোভন সহ বিভিন্ন কাজ দালালদের খপ্পরে পড়ে এদের মধ্যে অনেকেই অবৈধ পথে ভারতে যায়।
এরপর ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। পরে ভারতের নিলুয়াহেম ও কিশোরালয় হোমে ঠাই হয় তাদের। সেখান থেকে আদালতের মাধ্যমে তিন থেকে ৫ বছরপর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে তারা। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্ত জানান থানার আনুষ্ঠানিকতা শেষে ৩টি মানবাধিকার সংগঠন মাধ্যমে আইনী প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।।#

