নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় ডোবা থেকে ওয়াদুদ শেখ নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধা করা হয় ।
ওয়াদুদ শেখ দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত:ইবাদত শেখের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ও তার বয়স আনুমানিক ১০৫ বছর বলে জানিয়েছেন পরিবারের সদস্যা।
পরিবারের সদস্যরা জানান, ‘ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যায়। তার পরে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিদিন ভোরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন। প্রতিদিনের মতো শনিবার ফজরের নামাজের পর নিহত ওয়াদুদ শেখ ওই দোকানের উদ্দেশ্য রওনা হন। পরে তিনি আর বাড়ি ফিরে আসেন না।
এরপর পরিবারের লোকজন খোঁজাখঁজি করলে পাশের একটি ডোবায় ওয়াদুদের লাশ পড়ে থাকতে দেখতে পান। এ সময় তার ছেলেরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পরিদর্শন করেন।’
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,‘পরিবারের কোন আপত্তি না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

