বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

এশিয়ার বৃহত্তম স্বর্ণ কারখানা তৈরি হচ্ছে বাংলাদেশে’

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেছেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণ কারখানা গড়ে তুলতে যাচ্ছেন। বাংলাদেশ এখন থেকে পিওর স্বর্ণ উৎপাদন করতে যাচ্ছে। আগে স্বর্ণের বারে লেখা থাকতো ‘মেইড ইন সুইজারল্যান্ড’। এখন থেকে স্বর্ণবারে লেখা থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’। পাশাপাশি আমাদের বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরামর্শে জুয়েলারি শিল্পের উন্নয়ন ও জুয়েলারি ব্যবসায়ীদের ভাগ্যের উন্নয়নে আমরা একটি গোল্ড ব্যাংক তৈরি করতে যাচ্ছি। এ ব্যাংকের মধ্য দিয়ে দেশের ছোট, মাঝারি ও বড় স্বর্ণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উন্নয়নের জন্য আর্থিক লোন দেওয়া হবে’।
বুধবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের ল’ অ্যান্ড মেম্বরশিপ ভাইস চেয়ারম্যান মো. মাসুদুর রহমান ও মনিটরিং অফ ডিস্ট্রিক্ট অরগানাইজেশনের মেম্বার সেক্রেটারি মো. জয়নাল আবেদীন খোকন।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলা ও জেলার প্রত্যেকটি উপজেলার বাজুস নেতৃবৃন্দ ও স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ