মণিরামপুর (যশোর) প্রতিনিধি.
মণিরামপুরে বিআরডিবি’র (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃস্পিতবার উপজেলা বিআরডিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীক প্রার্থী মোছাঃ নুরুন্নাহার ৭ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)’র এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক মোছাঃ নুরুন্নাহার এবং আনারস প্রতীক আবুল কালাম আজাদ প্রতিদ্ব›দ্ধীতা করেন। নির্বাচনে ৯০ জন ভোটাদের মধ্য ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোছাঃ নুরুন্নাহার ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০ ভোট। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় বিভাগের উপ-সহকারী নিবন্ধক মৃণাল কান্তি মল্লিক।
