শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন 

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদ তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন কাজের প্রধান অতিথি হিসেবে  উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে আধা কিলোমিটার কপোতাক্ষ নদ সাগরদাঁড়ি নামকস্থানে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ