মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

 কেশবপুরে কোন সন্ত্রাস চাঁদাবাজের জায়গা নেই —- শাহীন চাকলাদার এমপি

আরো খবর

কেশবপুর (যশোর) থেকে ॥
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, এক সময় কেশবপুরে ব্যাপক চাঁদাবাজি হত। সন্ত্রাস চাঁদাবাজদের অত্যাচারে সকলে অতিষ্ট হয়ে পড়েছিল। দলীয় নেতা-কর্মীদের কোন কোন মর্যাদা ছিল না। অনেকে বাড়ি থেকে বের হতে পারতো না। আমি কেশবপুরের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সেই সন্ত্রাসী চাঁদাবাজরা লাপাত্তা হয়ে গেছে। স্বস্তি আর শান্তির কেশবপুর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে স্বস্তি আর শান্তি দিয়েছে। আর আমি কেশবপুর উপজেলা বাসিকে শস্তি আর শান্তি দিয়েছে। স্বস্তি আর শান্তির কেশবপুরে কোন সন্ত্রাস চাঁদাবাজের জায়গা নেই।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যোরাল চত্ত্বরে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ন্ডসাইন মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার মজুমদান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগনেতা হাবিবুর রহমান খান মুকুল, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, আব্দুর রহিম বিশ্বাস, লিটন হোসেন, টিপু, শাহানাজ বেগম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ