নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারি মহাসচিব যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্টাতা সাংবাদিক নেতা অকাল প্রয়াত মহিদুল ইসলাম মন্টুর স্মরনসভা ও দোয়া অনুষ্টান রোববার প্রেসক্লাব যশোরে অনুষ্টিত হয়েছে, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত স্মরন সভায়া আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক প্রজন্ম একাওর পত্রিকার সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, বিশিষ্ঠ গবেষক সাংবাদিক বেনজিন খাঁন, জাগপা যশোর জেলা সভাপতি নিজামদ্দিন অমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাংবাদিক বদরুদ্দিন বাবুল প্রমুখ। সভা পরিচালনা করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মর্শেদ।
নেতৃবৃন্দ স্মরন সভায় বক্তারা বলেন, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু প্রায় ৩০ বছর ধরে সাংবদিকতা করলেও মৃত্যুঃর পুর্বে প্রায় একবছর অসুস্থ থাকলেও সরকারী ভাবে কোন সাহায্য সহযোগীতা পায়নি, অথচ সাংবাদিকের নামে সরকারী কোষাগারের কোটি কোটি টাকা কতিপয় হাতে গোনা সাংবাদিক নামধারীরা ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। বক্তারা মন্টুর একমাত্র প্রতিবন্ধি পুত্রর দায়ীত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

