রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ: মারা গেল ৪’শ কবুতর

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:মোটর সুটি ক্ষেতে বিষ প্রয়োগে ৪’শ কবুতর মারা গেলেও বিন্দুমাত্র আফসোস নেই ক্ষেত মালিক সাজ্জাত হোসেনের। বরং ক্ষেত মালিকের সাফ কথা টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মোটর সুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই। সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

মোটর সুটি ক্ষেতে বিষ প্রয়েগে গত দুই দিনে অন্তত ৪শ’ কতবুতর মারা গেছে। উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মোর সুটির চাষ করেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে মোর সুটি ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে করে গত দুই দিনে মোটর সুটি খেয়ে অন্তত ৪’শ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্থ কবুতর মালিক জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা অকপটে স্বীকার করে বলেন, ‘লাভের আশায় মোটর সুটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে তিনি কি চুপচাপ বসে থাকবেন। তাই বিষ প্রয়োগ করেছি’।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ