শরিফুল ইসলাম :যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ানের চান্দুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের ডান কান কামড়িয়ে ছিড়ে দিয়েছে জুয়াড়ি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সোমবার রাত ৯ টাদিকে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বাগবিতান্ডে এক পর্যায়ে মারামারি শুরু হয়। এক পর্যায় প্রতিপক্ষ বিলাত আলী সাবেক ইউপি সদস্য আবদুল হামিদের ডান কান কামড়িয়ে ছিড়ে ফেলেন। বিলাত আলি এসময় মাটিতে পড়ে যান। পরে কানটি উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে গেলে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তাররা বলেন কানটি লাগানো সম্ভব না।কানটি মরে গেছে। তাই কান্ট্রি ফিরে এনে মাটিতে পুঁতে রাখা হয়।
জানা যায় চাঁন্দুয়া গ্রামের সাদেক মোড়ে শ্রীপুর গ্রামের আবু খাঁর ছেলে সিকেন্দার দীর্ঘদিন ধরে চা বিক্রি এবং ডেকরেটরের ব্যবসা করে আসছে।দোকানে প্রতিদিন বিভিন্ন ধরনের খেলা করে এলাকার সাধারণ জনগণ।যেমন ক্রামবোর্ড খেলা,তাস খেলা,লুডোখেলা করে।
সোমবার সন্দ্ব্যার দিকে বাজিতে তাস খেলতে বসে এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার(৫০)(চাঁন্দুয়া,বিলায়েত আলী মোল্লা (৪৮) চান্দুয়া,সহিদুল ইসলাম (৫২)ঢাকুরিয়া,রফিকুল ইসলাম (৪০) ও শ্রীপুরের
হরেন।খেলার এক পর্যায়ে বিলাত আলী ও আব্দুল হামিদের মধ্যে কথা কাটাকাটি হয়ে হাতাহাতি,কিল-ঘুষি লেগে যায়। একপর্যায়ে ঘঠনাটি কঠিন আকার ধারণ করে। এসময় হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদারের ডান কান কামড়ায়ে ছিড়ে ফেলে একই গ্রামের মৃত সাহেব আলী মোল্লার ছেলে মোঃ বিলায়েত আলী মোল্লা।

