কেশবপুর প্রতিনিধি:স্মার্ট কেশবপুর গড়তে সকলের সহযোগিতা চাইলেন জাতীয় সংসদের সর্ব কনিষ্ট সংসদ সদস্য আজিজুল ইসলাম। তিনি বলেন, প্রবীনদের অভিজ্ঞতা আর তরুণদের শক্তি সমন্বয় করে উন্নত সমৃদ্ধ আধুনিক কেশবপুর গড়াই হবে তার মূল লক্ষ।
শনিবার বিকালে ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, ভালুকঘর হাইস্কুলের প্রধান শিক্ষক বাসুদেব সেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন রেজা লিখন।
ভালুকঘর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক সানার সঞ্চালয়নায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর সভার কমিশনার কবির হোসেন, যুবলীগ নেতা টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা জি এম হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা প্রমুখ।

এর আগে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আব্দুল খালেক সানা ক্রেস্ট, ভালুকঘর মাদ্রসার পক্ষে ভার প্রাপ্ত অধ্যক্ষ চিত্ত রঞ্জন মন্ডল, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে কামরুল ইসলাম ও আব্দুল গফুর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মনিরুজ্জামান ও আলী হাসান, যুবলীগের পক্ষে শামীম রেজা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে শাহীন রেজা, ছাত্রলীগের পক্ষে শফিকুল ইসলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

