শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কচুয়া মুদি দোকানে আগুন নিহত ১ 

আরো খবর

 কচুয়া,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ১ জন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী বিকাল ৪.৩০ মিনিটের দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর”এর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানাযায়, কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোর এর মালিক বাচ্চু শেখ এর মুদি দোকানে বিকাল ৪.৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫),লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন(১৫) মারাত্মক ভাবে আহত হয় এবং অগ্নি দগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে ১ জন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ধোপাখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজনের সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ৩ জনের ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বাকি ১ জন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরন করেন।এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ