নিজস্ব প্রতিবেদক, অভয়নগর (যশোর):অভয়নগরের বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য বস্তুসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। অভয়নগর থানা
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে একটি লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫লাখ টাকা চাঁদা দাবির চিঠিসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। পুলিশের এসআই মোকাররম আলী জানান, আটককৃতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের
ছেলে মো. জুবায়ের ইসলাম লিপু (৩৩) ও মৃত জহর আলী খাঁর ছেলে আজিবর খাঁ (৩৫)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, চাঁদাবাজ দুই আসামীকে আটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

