চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজারে ওজন
পরিমাপ মানদন্ড আইন ২০১৮এর ২৪(১) ও -৪১ধারায় মিস্টির দোকান আদি ঘোষ ডায়েরী প্রোভাইডার প্রদ্যুৎ ঘোষকে২ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডায়েরী প্রভাইডার সুশান্ত ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ১৪ কেজি অবৈধ পলি ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। সাথে ছিলেন খুলনান অঞ্চলের বিএস টি আই এর পরিদর্শক সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন, ভূমি অফিসের পেশকার অলোক কুমার বিশ্বাস সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

