নিজস্ব প্রতিনিধি:ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির জনকের জন্ম বার্ষিকী, ২৫ মার্চ গণ হত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে যশোর জেলা প্রস্ততি কমিটির সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ গ্রহণ করেন। সভায় জাতীয় দিবসগুলো কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি যথাযত মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

