কেশবপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় কেশবপুরেও বয়ে চলছে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া। হাটে মাঠে ঘাটে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে এ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীদের গুণ বিচার নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা।
কেশবপুরে প্রায় এক ডর্জন প্রার্থী মাঠে নেমেছেন। তাদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যাবসায়ী ইমদাদুল হক রিপন । তিনি প্রতিটি ইউনিয়নসহ ওয়ার্ডে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত তৃণমূল ভোটার ও জন প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করছেন তরুণ এই প্রার্থী।

