শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আকাশ হত্যায় জড়িত কিশোর গ্যাং’র ১২ সদস্য

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং বহু মামলার আসামি আকাশ হত্যায় জড়িত কিশোর গ্যাং এর তিনজনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই। এ হত্যাকান্ডে অংশ নেয় কিশোর গ্যাং এর আকাশের বন্ধুবেশী ১২ বন্ধু কিশোর গ্যাং।একটি পূর্ববিরোধের জের ধরে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। আটককৃতদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছে।গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা হলো শংকরপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাগর (২০), ছোট আকাশ (১৭), ও আলতাফ হোসেনের ছেলে অনিক হাসান (২৬)।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন আরো বলেন, যশোর শহরের শংকরপুর এলাকার তোতা মিয়ার ছেলে আকাশকে গত ২৭ ফেব্রুয়ারি ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধু সাব্বির। এরপর রাত ১টার দিকে আকাশকে বটতলা বস্তিতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আকাশের মা বাদী হয়ে মামলা করেন। পিবিআই এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৮ ফেব্রুয়ারি দুপুরে শংকরপুর এলাকা থেকে হত্যায় জড়িত সাগরকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্য মতে ছোট আকাশ ও অনিককে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্য মতে, শংকরপুর এলাকা থেকে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কাটারি কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে সাগরকে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানিয়েছে পূর্ব বিরোধের জের ধরে তারা আকাশকে হত্যা করে। হত্যা মিশনে অংশ নেয় ১২জন। হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে জন্য গ্রেফতারকৃত ছোট আকাশ ও অনিককে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ