শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুন্দরবনে কাঁকড়া আহরণে নেমেছে জেলেরা

আরো খবর

 শ্যামনগর প্রতিনিধি: দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা মার্চ (শুক্রবার) থেকে কাঁকড়া আহরণে সুন্দরবনে যেতে শুরু করেছেন জেলেরা।
বনবিভাগের অনুমতি নিয়ে শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, হরিনগর, কৈখালীসহ উপকূলের কাঁকড়া আহরণকারী জেলেদের বনে যাওয়ার ধুম পড়েছে।
বুড়িগোয়ালীনি এলাকার কাঁকড়া আহরণকারী জেলে হানিফ গাজী বলেন, দুই মাস পাস বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম,তবে শুক্রবার থেকে সুন্দরবনের পাস খুলে দেওয়ায় সবকিছু গুছিয়ে রাতেই রওনা দেবো।
দ্বীপ ইউনিয়ন গাবুর নয় নম্বর সোরা গ্রামের দশ সদস্যের পরিবারের একমাত্র উপার্জন কারী জিন্নাত গাজী বলেন, এতদিন খুব কষ্টে দিন পার করেছি।
মাল মসলা যে দাম সংসার চালাতে কষ্ট। এখন আর কষ্ট থাকবে না। এবিষয়ে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজননের জন্য সরকারিভাবে সুন্দরবনসহ নদনদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল, তবে পহেলা মার্চ থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে প্রবেশ করছে জেলেরা।

আরো পড়ুন

সর্বশেষ