যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রথম অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের ডক্টর মোঃ হাফিজ উদ্দিন। এর মধ্যে দিয়ে বিজ্ঞান অনুষদ প্রথম অধ্যাপক পেল।
যবিপ্রবির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক ডক্টর মোঃ হাফিজ উদ্দিন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে শূণ্য পদে অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন তিনি। আজ যবিপ্রবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় উক্ত নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর মধ্যে দিয়ে প্রথম বারের মত অধ্যাপক পেল গণিত বিভাগ ও বিজ্ঞান অনুষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য অধ্যাপক ডক্টর মোঃ হাফিজ উদ্দিন বর্তমানে বিজ্ঞান অনুষদের ডিন এবং ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।

