শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দু:শাসন বন্ধ করে মণিরামপুরে আবারও শান্তি ফিরিয়ে আনব-এমপি ইয়াকুব আলী

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, আমি ‘শাসক হয়ে শোষণ করতে আসিনি গত ১০বছর ধরে যারা লাঞ্ছিত হয়েছেন আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি, । এই মণিরামপুরে এতদিন দু:শাসন চলেছে। এই দু:শাসন বন্ধ করে মণিরামপুরে আবারও শান্তি ফিরিয়ে আনব।

আমি বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন আমি প্রত্যেকটি ভোটের সমমর্যাদা দেব এবং যারা ভোট দেননি আমি তাদের পাশেও থাকব। মণিরামপুরে আর কাউকে অন্যায়-অত্যাচার করতে দেওয়া হবে না।’
শনিবার বিকেলে উপজেলার পাঁচপোতা পার-বাজার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ও শরিফ আহমেদ শরিফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ