শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড এর সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নাধীন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় রোববার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার হাদিপুর ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন। আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহছান।

প্রশিক্ষণটি পরিচালনা করেন এম এ রশিদ এবং নারগিস সুলতানা। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কর্মরত ৩৬ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ