সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজ সহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

আরো খবর

 

বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজ সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে আঃ রউফ রব (৪০) ও হাটখোলা মানকিয়া গ্রামের মৃতঃ ইসলাম শেখের ছেলে আব্দুর রহিম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামস্থ নারানপুর নতুনপাড়া বাজারের পূর্বপার্শ্বে তিন রাস্তার মোড়ে জনৈক জামালের নির্মানাধীন বিল্ডিং এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করে।

ধৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এবং অস্ত্র সহ আটক সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপণ কুমার সরকার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ