শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

জেলা পরিষদের উপ নির্বাচন: কেশবপুরে প্রচারণায় এগিয়ে টিপু সুলতান

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোর জেলা পরিষদের ৮ নং কেশবপুর ওয়ার্ডের উপ নির্বাচনকে সামনে রেখে হাতী প্রতীকের প্রার্থী সাবেক ছাত্র নেতা  টিপু সুলতান ব্যাপক ভাবে গণযোগাযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনেক ভোটার তার পক্ষে মাঠে নেমেছেন।

ইতোমধ্যেই তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা হাতী মার্কা প্রতীকের পক্ষে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

গতকাল তারা টিপু সুলতান এর ‘হাতী’ মার্কা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ করেন। হাতী মার্কার পক্ষে ব্যাপক সাড়া পাওয় গেছে বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে টিপু সুলতানের পক্ষে প্রচারণায় অনেক ভোটারকে সশরীরে  অংশগ্রহণ করতে দেখা গেছে।

এ বিষয় কয়েকজন জনপ্রতিনিধি দাবি করেছেন  জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড কেশবপুরে   টিপু সুলতানের জনপ্রিয়তা সবার শীর্ষে। তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ