নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ ও স্বাধনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল যশোর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করা হয় নাটক:কংকাল ভূমি”। সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙালীর ওপর নির্মম বর্বরতার বাস্তব চিত্র ফুটে উঠেছে কংকাল নাটকে। তিনি বলেন, এক সাগর রক্ত এবং মা বোনের ত্যাগের বিনিময় অর্জিত স্বাধীনতার চেতনা কোন প্রতিক্রিয়াশীল চক্র যাাতে আঘাত করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। পুরো নাটকে একাত্তরের বিভীষিকার দৃশ্য। নারীর ওপর নির্মম অত্যাচার। মুক্তিযুদ্ধকালীন যশোরে নির্বিচার গণহত্যা।
কঙ্কালভূমি পরিবেশ থিয়েটারে দৃশ্যায়নে ৭১’র গণহত্যায় মহান স্বাধীনতার অন্যতম অগ্রনায়ক মশিয়ূর রহমান হত্যাকান্ডের দৃশচিত্রের মঞ্চায়ন হয় থিয়েটারে।‘কঙ্কালভূমি’ নাটকটি রচনা করেছেন দীপংকর দাস রতন। যশোর শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্য শিল্পী কামরুল হাসান রিপন। #
