রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যানজটমুক্ত করতে যশোর শহরে অভিযান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ ইঞ্জিন চালিত অটোরিকশা ও নিবন্ধনবিহীন ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান চালানো শুরু হয়। অভিযান শুরু হওয়ার পর দুপুর ১২টার মধ্যে পুরো শহরের যানচলাচল নিয়ন্ত্রণে চলে আসে।
আজ রোববার সকাল থেকে হাসপাতাল মোড়, দড়াটানা মোড়, কালেক্টরেট এলাকা, ঈদগাহ মোড়, চোরাস্তা মোড়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ বলেন, মোটর চালিত অটোরিকশা কোন অনুমতি নেই। জন জীবনের জন্য ব্যাটারি চালিত রিকশা মারাত্মক হুমকি। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে এ অভিযান।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার আগে সতর্ক করতে এর আগে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ