বেনাপোল প্রতিনিধি:বিসএফের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া বেনাপোল স্থলবন্দরের ভেহিক্যাল টার্মিনালের নির্মান কাজ দীর্ঘ দেড়মাস পর আবারও শুরু হয়েছে। ভারতীয কর্তৃপক্ষের সাথে সোহার্দপূর্স বৈঠকের পর সমঝোতা হওয়ায় মঙ্গলব্র বিকাল থেকে শুরু হয়েছে কাজ।
বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম জানান গত ২৫জানুযারি বিএসএফের বাাধার মুখে বন্ধ হয়ে যায় ভেজিক্যার টার্মিনালের একাংশ ও সীমান্ত প্রাচীর নির্মান কাজ। অবশেষে সোমবার বিকালে বন্দর টার্মিনালে বিষয়টি সুরাহে দু দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্টিত হয়। এদিন বিকালে পেট্টাপোল বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষ কাজ করার অনুমতি দেন। ফলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে নির্মান কাজ।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারনের সৃষ্ট জটিলতার সরাহা সম্ভব হয়েছে। কাজটি যত দ্রুত সম্পুন্ন হবে ততই ব্যাবসায়িরা উপকৃত হবেন বলে জানান তিনি।

