শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি দোলন

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্তিক মন্ডল ও করুনা বালা মন্ডলের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে কামালকাটি গ্রামে গিয়ে পরিবার দুটির খোঁজখবর নেন তিনি।
এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস, বাবু লালসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় পরিবার দুটিকে বাসস্থল পুনর্নির্মাণের লক্ষ্যে ৪ বান্ডেল ঢেউ টিনসহ নগদ ১২ হাজার টাকার সহায়তা প্রদান করেন আতাউল হক দোলন।
 বুধবার (৬ মার্চ) রাত আটটার দিকে বাড়ির রান্নার চুলা থেকে আগুন লেগে পরিবার দুটির বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ১৪ মণ ধান, ৪ মণ চাল, ব্যবহার্য জিনিসপত্র ও আসবাবপত্র- সবই ভস্মীভুত হয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরো পড়ুন

সর্বশেষ