বিশেষ প্রতিনিধি:রংপুর জেলার হারাগাছা থানাধীন অক্সফোর্ড ইন্টারন্যাশনায় গ্রামার স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী অপহরনের এক মাস পর ঝিকরগাছা থানার গুলবাকপুর গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসটিম। এসময় অপহরণকারী দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রংপুর জেলার হারাগাছ থানার বানুপাড়া (শহিদ পাম্পের পশ্চিমে),হারাগাছ পৌরসভার ইউসুফ আলীর ছেলে শাহাজালাল ওরফে সানি ও সহোদর শাহিনমিয়া।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,গত ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টায় অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রী (১৫) হারাগাছ থানাধীন দালালহাট গ্রামস্থ সাজু মাষ্টারের বাসায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে ভিতরকুঠি মল্লিরপাড়া গ্রামস্থ ধুমনদী এলাকায় পৌছালে শাহাজালাল ওরফে সানি ও তার সহযোগীদের সহায়তায় জোরপুর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে রংপুর হারাগাছ থানায় অপহরণ সংক্রান্তে মামলা করেন।
উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বিষয়টি জেনে বুধবার দিবাগত গভীর রাত আড়াইটার সময় যশোরের ঝিকরগাছা থানাধীন গুলবাকপুর এলাকা থেকে অপহৃতাকে উদ্দার ও অপহরণ কারী উক্ত দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ও অপহৃতা কিশোরীকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন

