সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় ছেলের দা’র কোপে আহত মায়ের মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের ঝিকরগাছায় ছেলের ধারালো অস্ত্রের কোপে  আহত মা সবুরা বেগম (৪৫)  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সবুরা ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের মোন্তাজ আলীর স্ত্রী। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাই রফিকুল জানান, ৯ মার্চ সকালে পারিবারির বিরোধের জের ধরে সবুরার সাথে তার ছেলে ইয়ানুরের গোলযোগ হয়। এ সময় ইয়ানুর দা দিয়ে মায়ের মাথায় কোপ মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ সকালে সবুরার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। ওই দিন দুপুরে তাকে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যায়। কিন্তু সেখানে আইসিইউ না পেয়ে ১৩ মার্চ ফের তাকে যশোরে ফিরিয়ে আনার পর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

আরো পড়ুন

সর্বশেষ