রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

 শার্শায় গোয়াল ঘরে আগুনে ৫ গরু অগ্নিদ্বগ্ধ,১টির মৃত্যু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :যশেরের শার্শায় সন্বন্ধকাটি গ্রামের কৃষক বশির হোসেনের গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু অগ্নিদ্বগ্ধ হয়েছে। একটি দুগ্ধগাভির মৃত্যু হয়েছে।অগ্নিদ্বগ্ধ ৪টি গরুর অবস্থা শংকা মুক্ত নয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান.রবিবার দিবাগত গভীর রাতে শার্শার উলাশি ইউনিয়নের সন্বন্ধকাঠি গ্রামের তক্কেল আলির ছেলে বশির হোসেনের বাড়ীর গোয়ালঘরে আগুন লাগে।
প্রতিবেশিরা দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে পানিঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। তৎক্ষনে গোয়ালে থাকা ৫টি গরু পুড়ে মারাত্নক আহত হয়। ভস্মীভূত হয় গোয়ালঘর। রাতেই একটি গাভির মৃত্যু হয়। তবে এসময় ছোট্ট২টি বাছঁর দৌড়ে আত্নরক্ষা করে প্রানে বেঁচে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল। আহত ৪টি গরুর চিকিৎসা দেন তিনি। ২টি গাভী আশংকামুক্ত নয় বলে জানান প্রানী সম্পদ কর্মকর্তা।
বশির হোসেন জানান আগুনে ৫লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ৪টি গরুকে চিকিৎসা চালানো হচ্ছে।
আগুনে পুড়ে পশুর চাপা কান্না পুরো পরিবারসহ স্থানীয়দেরকে হতবাক করে দিয়েছে।
মশার কয়েল(গ্লোব)থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ভুক্তবোগী পরিবার ও স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বশেষ