শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৪ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারি আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩২ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক হয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকার মতো। এ সময়ে সোনা পাচারের কাজে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকারও জব্দ করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নেতৃত্ব   ডিবি পুলিশের এসআই সোলায়মান হোসেন এবং এসআই আব্দুল মান্নান ।সোমবার দুপুরে যশোর শহরের খাজুরা বাস স্ট্যান্ডের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর বেনাপোল পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)। যশোর জেলা গোয়েন্দা (ডিবি)  সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে সাথে সাথে প্রাইভেটকারটির গতিবিধি লক্ষ্য করা হয়। পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়। এর পরে প্রাইভেটের পিছনের সিটের তলায় তল্লাশি করে দু’টি কসটেপ দিয়ে পেঁচানো স্বর্ণের দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুলে তাতে ৩২ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি কোটি। আটককৃতদের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার।

আরো পড়ুন

সর্বশেষ