শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে বিদেশী মদসহ কারবারি গ্রেফতার 

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ২৯ বোতল বিদেশী মদসহ আশানুর রহমান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আশানুর বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া (উত্তরপাড়া) গ্রামের জাকির হোসেনের ছেলে।

ডিবি জানায়, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এএসআই রাজেশ কুমার দাশ, এএসআই নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল টু পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে আসামী আশানুরকে ২৯ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। জব্দকৃত মদের মূল্য অনুমান ৮৭ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী  হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ