নিজস্ব প্রতিবেদক:জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় এতিম দুস্থ এবং গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার উপজেলার ওহাব ফাউন্ডেশনের কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
এমপি তাঁর নিজস্ব তহবিল থেকে ৫০ জন পরিবারকে ২ লিটার সোয়াবিন এবং ৫ কেজি করে চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

